০১। পল্লীতে বসবাসরত দারিদ্র জন গোষ্ঠির দারিদ্র বিমোচনের লক্ষ্যে শ্রেণী ও পেশা ভিত্তিক সংগঠন তৈরীতে সহযোগীতা দান।
০২। উপকার ভোগী সদস্যদের আথ সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলায় বাস্তবায়নাধীন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যাবতীয় প্রকল্প/
কমসূচী বাস্তবায়ন।
০৩। দারিদ্র জনগোষ্ঠির স্বনিভরতা অজনের লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাধ্যমে নিজস্ব পুঁজি গঠনের সুযোগ সৃষ্টি।
০৪। উৎপাদন মুখী ও আয় বর্দ্ধন মূলক কমকান্ড বাস্তবায়ন কল্পে ঋণ মঞ্জরী বিতরন ও আদায় কাযক্রম পরিচালনা।
০৫। আনুষ্ঠানিক সমিতির সদস্যদের নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ০৮ (আট) সপ্তাহপর সদস্যদের ঋণ প্রদানের
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস